রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৩, ২০২৫
৭:৩৭ অপরাহ্ণ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিককে তাঁর পদ থেকে সরিয়ে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ডিবি থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। এ আদেশের ফলে রেজাউল করিম মল্লিককে ডিএমপি-ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে কেন্দ্রীয় দায়িত্বে নেয়া হলো।

২০২৩ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ডিবিপ্রধানের পদ প্রায় এক মাস শূন্য ছিল। পরে ১ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি এর আগে সিআইডি, রেলওয়ে পুলিশসহ একাধিক গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

পদে রদবদলের পেছনে আনুষ্ঠানিক কারণ উল্লেখ না করা হলেও, চলমান নিরাপত্তা এবং গোয়েন্দা পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।