বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ বাঙালির ঐক্য ও মহাপুনর্মিলনের দিন। এই দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নতুন আশা, নবচেতনা ও অঙ্গীকার নিয়ে একত্রিত হয়। অতীতের দুঃখ, কষ্ট ও হতাশা পেছনে ফেলে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই—এই হোক নববর্ষের প্রতিজ্ঞা।”
ড. ইউনূস বলেন, “মুঘল সম্রাট আকবরের শাসনামলে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়। কৃষিকাজ সহজ করতে ‘ফসলি বছর’ হিসেবে এর সূচনা হলেও তা আজ ধর্মনিরপেক্ষ ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা বাস্তবায়নের পথে নববর্ষ আমাদের নতুন প্রেরণা যোগাবে। আসুন, আমরা সবাই মিলে এই দেশকে আরও মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ করে তুলতে কাজ করি।”
শেষে তিনি নববর্ষ ঘিরে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।