রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ফ্যাসিস্ট মুখাবয়ব আর ‘পানি লাগবে পানি’ প্রতীকে বৈশাখী শোভাযাত্রায় ভিন্ন বার্তা

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৪, ২০২৫
১০:৩২ পূর্বাহ্ণ

বাংলা নববর্ষ ১৪৩২ বরণে শেষ মুহূর্তের প্রস্তুতিতে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হতে যাচ্ছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। রঙের ছটা আর লোকজ শিল্পের আবহে জমজমাট এই আয়োজনে এবার বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ‘ফ্যাসিস্টের মুখাবয়ব’।

সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া মূল মুখাবয়বটির বদলে নতুন করে ককশিট দিয়ে তৈরি করা হয়েছে প্রতীকটি। শোভাযাত্রার প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’-এর সঙ্গে সঙ্গতি রেখে এটি তৈরি করা হয়েছে বলে জানান আয়োজকেরা। মুখাবয়বের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক দেখা গেছে—জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে তৈরি ‘পানি লাগবে পানি’ মোটিফ।

সরেজমিনে দেখা যায়, চারুকলার সামনের খোলা জায়গায় মুখাবয়বটি প্রদর্শিত হচ্ছে, যা জনসাধারণের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বহু মানুষ প্রতীকটির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন। এর পাশাপাশি রয়েছে বিশাল ইলিশ মাছ, রঙিন পাখি, বাঘসহ গ্রামীণ জীবনের নানা প্রতীক।

শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই চারুকলার সামনের সড়কে জমেছে হাজারো মানুষের ভিড়। আবালবৃদ্ধবনিতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি চারুকলা থেকে টিএসসি পর্যন্ত এলাকায় সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ।

আয়োজক সূত্রে জানা গেছে, বরাবরের মতো এবারও চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর ও বাংলা একাডেমির সামনের রাস্তা ঘুরে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে। নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুকদের শুধুমাত্র নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে।

নতুন বছরের সূচনায় এ আয়োজন যেন শুধু উৎসব নয়—বরং একটি বার্তাও, যেখানে শিল্পের ভাষায় উচ্চারিত হচ্ছে সমসাময়িক সত্য ও প্রতিবাদ।