ছাত্র-জনতা হত্যার সাতটি মামলার অন্যতম আসামি আপেল মাহমুদকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রবিবার রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার কেওয়ার লোহারপুল গাবতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাত ১০টার দিকে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, আপেল মাহমুদ সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার বাসিন্দা। তার বিরুদ্ধে গত জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিপ্লবী ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের হওয়া সাতটি মামলায় সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে থানায় রেখে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।