রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বেলকুচিতে বর্ষবরণে বিএনপির আনন্দ শোভাযাত্রা

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৪, ২০২৫
১১:১১ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা বিএনপি। রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বেলকুচি পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি মডেল কলেজে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রায় নানা রঙের পোশাক পরে, ঐতিহ্যবাহী মুখোশ পরে ও ঢাকঢোলের তালে তালে বর্ষবরণে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।

শোভাযাত্রা শেষে মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় পান্তা ভাত, আলু ভর্তা ও ইলিশ মাছ দিয়ে ঐতিহ্যবাহী বৈশাখী আপ্যায়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। বর্ষবরণ উপলক্ষে পুরো অনুষ্ঠান ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ।