শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শতভাগ স্বচ্ছতার সাথে নিয়োগ দিতে পুলিশের লিফলেট বিতরণ

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৫, ২০২৫
১২:১৩ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

শতভাগ স্বচ্ছতার সঙ্গে পুলিশ ট্রেইনি রিক্রুট কস্টেবল (টিআরসি) পদে নিয়োগ নিশ্চিত করতে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বরগুনা জেলা পুলিশ। আর এ লক্ষে জেলা পু লিশের পক্ষ থেকে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের প্রতি দেওয়া হয়েছে সচেতন বার্তা।

প্রতারক চক্রে প্রতারণার ফাঁদে না জড়াতে ইতোমধ্যে বরগুনার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে করা হয়েছে প্রচার মাইকিং ও সচেতনামূলক লিফলেট বিতরণ।

বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা যায়, আগামী ১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেকোনো পুলিশের নিয়োগে মানুষের মধ্যে একটি ধারণা থাকে, ঘুষ ছাড়া পুলিশের চাকরি হয় না। আর এ সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন এলাকায় গোপনে সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্রের সদস্যরা।

তারা পুলিশের চাকরি পাইয়ে দিতে শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রার্থী ও পরিবারের সদস্যদের থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।

এ বছর যাতে নতুন করে কোনো প্রতারক চক্রের প্রলোভনের ফাঁদে কেউ না জড়ায় সে লক্ষে সতর্ক অবস্থানে রয়েছে বরগুনা জেলা পুলিশ। আর এ কারণেই বরগুনার বিভিন্ন এলাকায় প্রচার মাইকিং, লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক বার্তা পোস্টের মাধ্যমে মানুষকে সচেতন করেছেন জেলা পুলিশ।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম জানান, বরগুনায় ট্রেইনি রিক্রুট কস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে এবং তাদের অভিভাবকদের প্রতি আমাদের একটি বার্তা দেওয়া আছে, সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে দুর্নীতি মুক্ত এবং স্বচ্ছভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেউ যদি টাকার বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখায় তবে বুঝতে হবে তারা প্রতারক চক্র।

এছাড়া পুলিশের নিয়োগে দুর্নীতি এবং প্রতারণার বিরুদ্ধে বরগুনা জেলা পুলিশের জিরো টলারেন্স ঘোষণা রয়েছে। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় তার উপস্থিততে শহরের বিভিন্ন এলাকায় মানুষকে সচেতনতা মূলক লিফলেট বিতরণসহ মাইকিং করেছি।