কারিগরি শিক্ষা সংস্কারসহ ছয় দফা দাবি আদায়ের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে চলমান সড়ক অবরোধ কর্মসূচি শেষে আন্দোলনকারীদের পক্ষে জুবায়ের পাটোয়ারী এই ঘোষণা দেন। তিনি জানান, কারিগরি শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে কোনও লিখিত প্রতিশ্রুতি না পাওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জুবায়ের বলেন, “সরকার যদি একজন প্রিন্সিপাল বদলিতে দিন পার করে, তাহলে আমাদের ছয় দফা দাবি কখন বাস্তবায়ন করবে?” তিনি সারা দেশের শিক্ষার্থীদের রেল অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আজকের মতো সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলেও বৃহস্পতিবার থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রেলপথ অবরোধ করা হবে।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকারের সদিচ্ছার ঘাটতি রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানিয়ে দেন।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— অবৈধ নিয়োগ ও পদোন্নতি বাতিল, কারিগরি শিক্ষায় ইংরেজিমাধ্যমে উন্নত কারিকুলাম, উপযুক্ত পদে ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষিত সুযোগ, কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট পদে অ-কারিগরি জনবল নিয়োগ নিষিদ্ধ, স্বতন্ত্র টেকনিক্যাল মন্ত্রণালয় ও শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণসহ একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি।
আগামীকাল রেলপথ অবরোধ কর্মসূচির সময়সূচি ও স্থান কারিগরি ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে জানানো হবে বলে আন্দোলনকারীরা জানান।