রোববার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৭৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে বাংলাদেশ রাজধানী ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার জানায়, সকাল ৯টা ২২ মিনিটে ঢাকার বায়ুর মান ছিল ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি (স্কোর ১৬৮) ও লাহোর (১৫৯)।
চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নেপালের কাঠমান্ডু (১৫৮) এবং চীনের রাজধানী বেইজিং (১৫৫)। এসব শহরেও বাতাসের মান মানুষের স্বাস্থ্যঝুঁকির জন্য মারাত্মক বলে বিবেচিত হচ্ছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। এ পর্যায়ে সব শ্রেণির মানুষের জন্যই শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, চোখ ও গলা জ্বালাপোড়া এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
ঢাকায় শুষ্ক মৌসুমে বায়ুদূষণের মাত্রা সাধারণত বাড়ে, যার পেছনে রয়েছে নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, ইটভাটা ও শিল্পকারখানার নির্গমন। বিশেষজ্ঞরা বলছেন, জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।