ফ্রেশ নিউজ :
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের ঘনিরামপুর বেলতলি পেট্রোল পাম্পের কাছে মোটরসাইকেল আরোহী নিহত হন এবং বিকেলে পীরগাছায় নিহত হন ট্রলিচালক।
স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে ২ জন তারাগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বেলতলি পেট্রোল পাম্পের কাছে গেলে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এসময় মোটরসাইকেলের চালক ছিটকে রাস্তার পাশে পড়ে যান। পরে আশপাশের লোকজন এসে আহত ব্যক্তিকে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নিহত ব্যক্তির নাম মহুবার রহমান (৫৫)। তার বাড়ি উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর নদীরপার গ্রামে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি খান শরিফুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে, রোববার বিকেলে পীরগাছা উপজেলার সুখানপুকুর ব্রিজের কাছে চাল বোঝাই ট্রলি উল্টে চালক নয়ন মিয়ার (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রলিচালক নয়ন মিয়া ইটাকুমারী ইউনিয়নের খামার বড়ভিটা গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে।