মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Fresh News রিপোর্ট
এপ্রিল ২৬, ২০২৫
১০:৫৯ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ফারুক হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বংশীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসরাফিল হোসেনের ছেলে ফারুক হোসেন নিজেও একই পেশায় জড়িত। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে ফারুককে কারাগারে পাঠানো হবে।