শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কুমিল্লায় ফেসবুকে আপত্তিকর তথ্য প্রচার, আদালতে মামলা

Fresh News রিপোর্ট
এপ্রিল ২৮, ২০২৫
১০:৪৮ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

কুমিল্লায় ফেসবুকে আপত্তিকর তথ্য প্রচারের অভিযোগে এক কোটি টাকার মানহানি এবং হত্যাচেষ্টার মামলা হয়েছে।

রোববার দুপুরে কুমিল্লার ৪ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার মো. আবুল খায়ের।

মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

মো. শাহীন আলম জেলার আদর্শ সদর উপজেলার হরিপুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। তিনি অপরাধ বিচিত্রা নামের একটি সাপ্তাহিকের কুমিল্লা প্রতিনিধি। মামলায় অভিযোগ করা হয়, শাহিন আলম শাহিন নামে ওই ব্যক্তি দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার সাংবাদিক আবুল খায়েরকে নিয়ে আপত্তিকর তথ্য প্রচার করেন।

এ ঘটনার নেপথ্যে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করা হয়। চক্রটি ওই সাংবাদিকের ওপর হামলা এবং তাকে হত্যার চেষ্টা করছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলার কৌঁসুলি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন বলেন, শাহিন আলম শাহিন নামে একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক আবুল খায়েরের বিরুদ্ধে মানহানিকর কুরুচিপূর্ণ আপত্তিকর লেখা প্রকাশ করেছে, যা দেশের প্রচলিত আইন অনুসারে অপরাধযোগ্য। আদালত মামলাটি আমলে নিয়েছে। আমরা এক কোটি টাকার মানহানি হয়েছে মর্মে মামলা দায়ের করেছি। এ ছাড়াও  তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

তবে শাহীন আলম বলেন, আমি জেনে বুঝে ও প্রমাণ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি। মামলায় বিচলিত নই। আইনিভাবে মোকাবিলা করবো।