যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, তিনি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন না। এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংবিধানের নিয়ম অনুযায়ী এটি সম্ভব নয় এবং তিনি এমন কিছু করতে চান না যা নিয়ম বহির্ভূত।
সম্প্রতি ট্রাম্পের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘ট্রাম্প ২০২৮’ লেখা কিছু পণ্য বাজারে আনে, যেখানে ‘সংবিধানের নিয়মগুলো পুনর্লিখন করো’ এমন বার্তাও ছিল। এর ফলে জল্পনা শুরু হয়, ট্রাম্প কি তৃতীয় মেয়াদের জন্য প্রস্তুতি নিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “অনেক মানুষ আমাকে আবার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়, তবে আমার জানা মতে এটি করা সম্ভব নয়।”
সাক্ষাৎকারে ট্রাম্প তার উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম উল্লেখ করেন। ভ্যান্সকে তিনি ‘চমৎকার ও উজ্জ্বল’ এবং রুবিওকে ‘মহান’ হিসেবে প্রশংসা করেন। ট্রাম্প আরও বলেন, “আমাদের দলে অনেক ভালো মানুষ আছে, তবে স্পষ্টভাবে বলতে গেলে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এগিয়ে থাকবেন।”
তিনি জানান, প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদ যথেষ্ট এবং চার বছরের সময়ের মধ্যেই অনেক বড় কিছু করা সম্ভব। যদিও মার্চ মাসে তিনি একবার বলেছিলেন যে, ২২তম সংশোধনীকে পাশ কাটানোর উপায় থাকতে পারে এবং তখন তার বক্তব্য ‘কৌতুক নয়’ বলেও দাবি করেছিলেন।
তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে এসব জল্পনার অবসান ঘটিয়ে ট্রাম্প জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পথে হাঁটবেন না।