রবিবার
১১ই মে, ২০২৫
২৮শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামীলীগ নিষিদ্ধ

Fresh News রিপোর্ট
মে ১১, ২০২৫
১২:২৮ পূর্বাহ্ণ

গত বছরের জুলাই-অগাস্টের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত দুদিন ধরে কর্মসূচি পালন করছে সদ্যগঠিত জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ও সংগঠন। এনসিপি গঠনের পর থেকেই ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের বিচার এবং তার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিল।

বুধবার মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ থাইল্যান্ডে গেলে নতুন কর্মসূচি নেয় এনসিপি। শনিবার রাতে এ নিয়ে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সরকারের সিদ্ধান্ত জানান উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, আন্দোলনকারীদের নিরাপত্তা এবং সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির সকল কার্যক্রম—including সাইবার স্পেস—নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন পেয়েছে, যার ফলে ট্রাইব্যুনাল এখন কোনো রাজনৈতিক দল বা তাদের সহযোগী সংগঠনকে শাস্তি দিতে পারবে। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র ৩০ কার্যদিবসের মধ্যে প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।