বুধবার
৬ই আগস্ট, ২০২৫
২২শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইরানে হামলার নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান ২১ মুসলিম দেশের

Fresh News রিপোর্ট
জুন ১৭, ২০২৫
১০:২৫ পূর্বাহ্ণ

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে এবং পরমাণু প্রকল্প বন্ধে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মিসরসহ ২১টি মুসলিম দেশ।

সোমবার এক খোলা চিঠিতে তারা এই অবস্থান জানায়। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

চিঠিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে এবং তা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি করেছে। এই পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। পাশাপাশি, অঞ্চলটিকে পরমাণু অস্ত্রমুক্ত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘের এনপিটি চুক্তিতে স্বাক্ষরের তাগিদ দেওয়া হয়।

গত ১৩ জুন ভোরে ইরানে ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হয় ইরান-ইসরায়েল সংঘাত। এখন পর্যন্ত এতে দুই পক্ষের প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার জন।

সংঘাত শুরুর চার দিন পর প্রথমবারের মতো একসঙ্গে বিবৃতি দিয়ে শান্তির ডাক দিলো ২১টি মুসলিম দেশ।