মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা

Fresh News রিপোর্ট
আগস্ট ৫, ২০২৫
৮:৩৯ অপরাহ্ণ

বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।

ভাষণে তিনি বলেন, নির্বাচন কমিশন যেন আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়, সে বিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাবেন। নির্বাচনের সময়সূচি ও কার্যক্রম নির্ধারণ করবে নির্বাচন কমিশন, তবে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সব ধরনের সহায়তা প্রদান করবে বলেও আশ্বাস দেন তিনি।

এ ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটলো এবং একটি নির্ধারিত সময়সূচির দিকে অগ্রসর হওয়ার দিকনির্দেশনা পাওয়া গেলো।