বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

পলিথিন ব্যাগ বর্জনের বার্তা নিয়ে চার যুবকের সাইক্লিং

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৫, ২০২৪
১২:৫২ অপরাহ্ণ

মোঃ নাজমুল হাসান:

পরিবেশ সুরক্ষায় পলিথিনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এবং পাট পণ্যের ব্যবহার নিশ্চিত করতে সিরাজগঞ্জের চার তরুণ একটি দুঃসাহসিক সাইকেল অভিযানে অংশ নেন। ২৯ নভেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর কুয়াকাটায় গিয়ে শেষ হয় তাদের অভিযান।

এই অভিযানে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের বিএসসি স্নাতক (পাস) চতুর্থ বর্ষের ছাত্র সাব্বির আহমেদ শুভ্র (২৩), দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ তারেক রহমান (২২), সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার ফাজিল বর্ষের ছাত্র মোঃ রায়হানুজ্জামান নাঈম (১৮), এবং উচ্চমাধ্যমিকের ছাত্র মোঃ সারাফি ইসলাম রাইম (১৬)।

তারা ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, বরগুনা ও পটুয়াখালী—মোট সাতটি জেলা পার করে। প্রতিদিন গড়ে ১২০ কিলোমিটার সাইক্লিং করে তারা স্থানীয় জনগণকে পলিথিনের ক্ষতির কথা জানিয়ে পাট পণ্যের উপকারিতা সম্পর্কে সচেতন করেন।

এদের নেতৃত্বে, সাব্বির আহমেদ শুভ্র বলেন, “পলিথিন মাটির সঙ্গে মিশে যেতে দেড় হাজার বছর সময় নেয়, তাই এটি বর্জন করতে হবে। পাটের ব্যবহার বৃদ্ধি করলে আমাদের পরিবেশের সুরক্ষা এবং দেশের অর্থনীতির উন্নতি হবে।”

অভিযানে তাদের সার্বিক সহযোগিতা প্রদান করেছেন বিসমিল্লাহ সাইকেল স্টোরের কর্ণধার মোঃ গোলাম কিবরিয়া পলাশ এবং স্থানীয় সাইক্লিং গ্রুপগুলি।