বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫
৮ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৫
১২:১৭ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল আটটার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল আটটায় ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ গাছ থেকে নামানো হয়েছে। শহীদ মিনারের বিপরীত পাশে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনের একটি গাছে মরদেহটি ঝুলছিল। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গলায় ফাঁস লাগিয়েছে।

তিনি আরও বলেন, ক্রাইম সিন ঘটনাস্থলে গেলে পরে মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যাবে। মরদেহ এখন ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে ।