দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান তার হারানো জায়গা ফিরে পেতে আত্মবিশ্বাসী। ২০২২ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলা এই ব্যাটার জাতীয় দলে ফিরতে কঠোর পরিশ্রম করছেন।
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাব্বির বলেন, “জাতীয় দলে ফেরার জন্য অবশ্যই প্রস্তুতি নিচ্ছি। বয়স এখনো বাকি আছে। চেষ্টা করছি কামব্যাক করার। এজন্যই নিয়মিত মাঠে আসছি, অনুশীলন করছি। বিপিএলে সুযোগ পেয়েছি, বাইরের দেশেও খেলছি। আশা করছি, ভালো খেলে আবার ফিরে আসতে পারব।”
ঘরোয়া স্টেডিয়ামে সুযোগ-সুবিধা চান সাব্বির
সাব্বির মনে করেন, জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকা উচিত। তিনি বলেন, “মিরপুরে অনুশীলন করা কঠিন, কারণ এখানে জাতীয় দলের খেলোয়াড়দের অগ্রাধিকার থাকে। যদি মিরপুরের সুবিধাগুলো দেশের সব বিভাগে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে যারা জাতীয় দলের বাইরে বা পাইপলাইনে রয়েছে, তারাও উন্নতি করতে পারবে। উদীয়মান ক্রিকেটারদের জন্য এটি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, “আমি নিজের খরচে স্ল্যাব ও মেশিন কিনেছি। তবে সবার এই সামর্থ্য নেই। আমি মনে করি, দেশের সব বিভাগীয় স্টেডিয়ামে এই ধরনের সেটআপ থাকা উচিত, যাতে ক্রিকেটাররা নিয়মিত অনুশীলন করতে পারে।”
ফর্মে ফেরার আভাস
সম্প্রতি লঙ্কা টি-টেনে পারফর্ম করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সাব্বির। তবে জাতীয় দলে ফেরার জন্য ধারাবাহিক ভালো পারফরম্যান্সের প্রয়োজন। তিনি বলেন, “পরিবার ও নিজেকে ভালো কিছু দেওয়ার আশায় কঠোর পরিশ্রম করছি। আশা করছি, ভালো খেলে আবারও জাতীয় দলে জায়গা করে নিতে পারব।”
জাতীয় দলে সাব্বিরের ফেরা নির্ভর করছে তার ধারাবাহিক পারফরম্যান্স ও ঘরোয়া লিগগুলোতে সাফল্যের ওপর। তবে তার আত্মবিশ্বাস এবং প্রস্তুতির ধরণ ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।