আন্তর্জাতিক ক্রিকেটে ধীরে ধীরে পরিসর ছোট করছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো এই অলরাউন্ডার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত হলেও, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে সাকিব এবার নাম লিখিয়েছেন লিজেন্ডস ক্রিকেট ট্রফির (এলসিটি) দল দুবাই জায়ান্টসে।
দুবাই জায়ান্টস তাদের ফেসবুক পেজে সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে দলে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা। এর আগে এই দলে খেলেছেন হরভজন সিং, স্যামুয়েল বদ্রিদের মতো ক্রিকেট কিংবদন্তিরা।
বিপিএলে সাকিবের অনিশ্চয়তার পেছনে রয়েছে সাম্প্রতিক নানা ঘটনা। চিটাগাং কিংস দলে নেওয়া সাকিবকে না পাওয়া তাদের জন্য বড় ধাক্কা হতে পারে। আরও দুই বিদেশি তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং মঈন আলিকে নিয়েও রয়েছে শঙ্কা। ম্যাথিউসকে তার দেশের বোর্ড ছাড়পত্র দেয়নি, আর মঈন আলি ব্যস্ত থাকবেন দক্ষিণ আফ্রিকার এসএ টি-২০ লিগে।
আগামীকাল (সোমবার) থেকে শুরু হতে যাওয়া বিপিএলের একাদশ আসর চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চিটাগাং কিংস এখনও সাকিবের খেলার বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি। তার নতুন উদ্যোগ এবং সাম্প্রতিক কর্মকাণ্ড ইঙ্গিত দিচ্ছে, সাকিব হয়তো এবারের বিপিএলে মাঠে নামবেন না।