বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংস ও খুলনা টাইগার্স নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় টস অনুষ্ঠিত হয়। টসে জিতে চট্টগ্রাম কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন, ফলে ব্যাটিংয়ে নামতে হয় খুলনা টাইগার্সকে।
ম্যাচটি দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়। যদিও সূচি অনুযায়ী এটি বেলা দেড়টায় শুরু হওয়ার কথা ছিল, তবে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিধিনিষেধের কারণে সময়সূচি পরিবর্তন করে দুপুর ১২টায় এগিয়ে আনা হয়েছে। গাজী টিভি ও টি-স্পোর্টসে সরাসরি দেখা যাচ্ছে ম্যাচটি।
দুই দলের একাদশ
চট্টগ্রাম কিংস:
হায়দার আলী, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), উসমান খান, নাঈম ইসলাম, শামিম হোসেন, টম ও’কনেল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ এবং আলিস ইসলাম।
খুলনা টাইগার্স:
মোহাম্মদ নাইম শেখ, ইব্রাহিম জাদরান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), উইলিয়াম বসিস্টো, মোহাম্মদ নাওয়াজ, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং ওশান থমাস।
খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলটি চ্যালেঞ্জিং পারফরম্যান্স করার লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছে। অন্যদিকে, চট্টগ্রাম কিংস তাদের বোলিং আক্রমণ দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ম্যাচটি নতুন বছরের আগে বিপিএলে উত্তেজনার রঙ ছড়িয়ে দিতে প্রস্তুত।