দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল শুক্রবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের জার্সিতে আর না খেলার সিদ্ধান্ত জানিয়ে সাবেক এই অধিনায়ক গুঞ্জনের অবসান ঘটালেন।
তামিম ইকবালের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফেরার সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টও তাকে দলে চেয়েছিলেন। তবে তামিম সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যা নির্বাচকদের নতুন করে পরিকল্পনা করতে বাধ্য করছে। এখন বিসিবি অপেক্ষায় আছে সাকিব আল হাসানের সিদ্ধান্তের।
আগামী ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড জমা দিতে হবে। নির্বাচক প্যানেল ইতোমধ্যেই স্কোয়াড প্রস্তুত করে ফেলেছে। তবে সাকিবের অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত কোনো খবর আসেনি। বিসিবির একজন নির্বাচক জানিয়েছেন, সাকিব দেশে নেই এবং তার সঙ্গে কোনো আলোচনা হয়নি।
বিসিবির ওই নির্বাচক বলেন, “সাকিবের ব্যাপারে কোনো খবর নেই। বোর্ডের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে সবকিছু। বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেটি জানার অপেক্ষায় আছি।”
সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইচ্ছা এবং তার পাওয়া যাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত। নির্বাচক আরও যোগ করেন, “সবকিছুর আগে জানতে হবে সাকিবকে এই সময়ে পাওয়া যাবে কিনা। সেটি নিশ্চিত না হলে বাকি কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়।”
তামিমের বিদায়ের পর জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় সাকিবের সিদ্ধান্ত এখন বাংলাদেশের ক্রিকেটে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।