নিউজিল্যান্ডের ক্রিকেট দল তাদের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে, এবং এতে রয়েছে বেশ কিছু চমক। এই প্রথমবারের মতো কিউই দলটি কোনো আইসিসি ইভেন্টে নেতৃত্ব দিবে মিচেল স্যান্টনার। এ ছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন অনভিষিক্ত তরুণ পেসার বেন সিয়ার্স এবং পেসার উইলিয়াম ও’রুর্ক, অলরাউন্ডার নাথান স্মিথসহ অন্যান্য নতুন মুখ।
চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ম আসর আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে শুরু হবে। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে পাকিস্তানের তিন ভেন্যু এবং দুবাইয়ে (ভারতের ম্যাচ)। কিউই কোচ গ্যারি স্টেড বলেন, তাদের দল বর্তমানে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের দ্বারা পূর্ণ, এবং তারা পাকিস্তান ও দুবাইয়ের কন্ডিশনে ভালো ফল অর্জন করার জন্য আত্মবিশ্বাসী।
নিউজিল্যান্ডের স্কোয়াডে থাকা তারকাদের মধ্যে রয়েছেন ইনফর্ম সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন, টম ল্যাথাম, মার্ক চাপম্যান, উইল ইয়াং, মাইকেল ব্রেসওয়েল এবং লকি ফার্গুসন।