বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

এল-ক্লাসিকোতে রিয়ালের বিপর্যয়, বার্সেলোনার কাছে ৫-২ গোলের হার

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৫
১২:২৩ অপরাহ্ণ

 

সৌদি আরবের জেদ্দায় বছরের প্রথম এল-ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ যেন পাত্তাই পায়নি বার্সেলোনার সামনে। প্রথমার্ধের পরেই খেলার ফলাফল অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল, এবং রিয়াল মাদ্রিদ ৫-২ গোলে হেরে যায়। এই পরাজয়ের ফলে রিয়াল মাদ্রিদের সমর্থকরা হতাশ হয়ে পড়ে, বিশেষ করে যখন তারা দেখল যে ১০ জনের বার্সেলোনার বিপক্ষেও তারা কামব্যাক করতে পারেনি।

স্প্যানিশ সুপারকোপার ফাইনালে রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটি ছিল দুঃস্বপ্নের মতো। এমনকি ম্যাচের শেষ ৪০ মিনিটে বার্সেলোনা ১০ জনের দল হলেও রিয়াল তাদের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি দলের পারফরম্যান্সে ‘ভীষণ হতাশ’ হয়ে বলেছেন, “এটা ছিল বাজে একটি রাত। আমরা আমাদের সমর্থকদের মতোই হতাশ। আমাদের উচিত হবে না এটা আড়াল করা, এটাই ফুটবল। কখনো আমরা জিতব, আবার কখনো হার থেকে আমাদের শিখতে হবে।”

কোচ আনচেলত্তি আরও বলেন, “আমরা পরিকল্পনামাফিক খেলতে পারিনি। আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি, যা আমাদের ক্ষতির কারণ হয়েছে। তারা সহজেই গোল করেছে। আমরা চাপের মধ্যে ভালো রক্ষণ সামলাতে পারিনি।”

ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ বল খেলেনি, এমনটাই মনে করেছেন আনচেলত্তি। তিনি বলেন, “বিরতির সময় আমি বলেছি যে, আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত। কারণ প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি। আমরা লং বল খেলেছি, কিন্তু সেটা আমাদের পরিকল্পনা ছিল না।”

ম্যাচে বার্সেলোনার হয়ে রাফায়েল রাফিনিয়া দুটি গোল করেছেন এবং এক গোল করে রবার্ট লেভান্ডফস্কি, লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দে। অপরদিকে, রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপে ও রদ্রিগো গোয়েস একটি করে গোল করেন, তবে দলের পরাজয় আটকাতে তা যথেষ্ট ছিল না।