বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

পিএসএলে বাংলাদেশের তিন তারকা: লিটন, নাহিদ ও রিশাদের নতুন যাত্রা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৫, ২০২৫
১১:০১ পূর্বাহ্ণ

 

আগামী আসরে আইপিএলে জায়গা না হলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—লিটন দাস, নাহিদ রানা এবং রিশাদ হোসেন। তাদের এই অন্তর্ভুক্তি বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায়।

নাহিদ রানার দুর্দান্ত ফর্ম এবং পেশোয়ার জালমি
বিপিএলের একাদশ আসরে রংপুর রাইডার্সের হয়ে দারুণ ফর্মে থাকা পেসার নাহিদ রানাকে দলে নিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদকে দলে টানা হয়েছে। গত বছর পাকিস্তান সফরে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল। দ্রুত গতির পাশাপাশি বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তিনি প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রেখেছেন।

লিটন দাস এবং করাচি কিংস
চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর ব্যাট হাতে ঝলক দেখানো লিটন দাস পেয়েছেন করাচি কিংসের ডাক। সিলভার ক্যাটাগরির দ্বিতীয় ধাপ থেকে এই ডানহাতি ব্যাটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গত কিছু দিনে লিটনের ব্যাটিং ফর্ম বাংলাদেশ ক্রিকেটে আলোচিত বিষয়, যা তাঁকে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে এনেছে।

রিশাদ হোসেনের পিএসএল অভিষেক
পিএসএলে জায়গা পেয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্স সিলভার ক্যাটাগরি থেকে তাকে দলে টেনেছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার হওয়া রিশাদ আন্তর্জাতিক লিগগুলোর আগ্রহ কাড়তে সক্ষম হয়েছেন। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং বিগ ব্যাশে ডাক পেলেও ভিসা ও এনওসি জটিলতায় অংশ নিতে পারেননি। তবে পিএসএলে খেলার অনুমতি পেলে পুরো মৌসুম খেলবেন তিনি।

বাংলাদেশি ক্রিকেটারদের জন্য নতুন মাইলফলক
পিএসএলে বাংলাদেশের এই তিন ক্রিকেটারের অংশগ্রহণ শুধু তাদের ব্যক্তিগত ক্যারিয়ার নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের পারফরম্যান্স দেশের ক্রিকেটের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে আরও উজ্জ্বল করবে।