চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোববারের ‘এল ক্লাসিকো’তে দুর্দান্ত পারফরম্যান্সে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে কাতালানরা।
ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। পঞ্চম মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন কিলিয়ান এমবাপে। তবে সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। ১৯ মিনিটে লামিন ইয়ামালের গোলে সমতায় ফেরে বার্সা। এরপর রবার্ট লেভানদোভস্কি, রাফিনহা ও আলেহান্দ্রো বালদে একে একে গোল করে রিয়ালের রক্ষণভাগকে পুরোপুরি ভেঙে দেন।
রাফিনহার জোড়া গোল, বার্সার আধিপত্য
বিরতির আগে চার গোল হজম করে রিয়াল কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনহা নিজের দ্বিতীয় গোলটি করে বার্সার পঞ্চম গোল নিশ্চিত করেন। তবে ৫৬ মিনিটে রিয়ালের জন্য আরও বড় ধাক্কা আসে, যখন গোলরক্ষক ভোইচেখ সেজনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হওয়া সত্ত্বেও বার্সার আক্রমণ থামেনি।
কোচদের প্রতিক্রিয়া
ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলেত্তি। তিনি বলেন, “শুরু থেকে শেষ পর্যন্ত ইতিবাচক কিছু খুঁজে পাওয়া কঠিন। সেজনির লাল কার্ডের পর প্রত্যাবর্তনের আশা ছিল, কিন্তু সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছি।” অন্যদিকে, বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। তিনি বলেন, “পিছিয়ে পড়েও যেভাবে দল লড়াই করেছে, তা নিয়ে আমি গর্বিত। সমর্থকদের জন্য এটি ছিল একটি দারুণ ম্যাচ।”
শিরোপার পাল্লায় সমতা, রিয়ালের কপাল পুড়ল
বার্সেলোনার এই জয়ে স্প্যানিশ সুপার কাপে রিয়ালের চেয়ে একটি শিরোপা বেশি নিয়ে এগিয়ে গেল কাতালানরা। তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বার রিয়ালকে হারানোর পাশাপাশি মরুর বুকে প্রমাণ করল তারা কেন আধুনিক ফুটবলে অন্যতম সেরা।