বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

তামিম ইকবাল কোয়াবের চট্টগ্রাম বিভাগের সভাপতি মনোনীত

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৫, ২০২৫
১১:০৭ পূর্বাহ্ণ

 

বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর, তাকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) চট্টগ্রাম বিভাগের সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। সম্প্রতি এই কমিটি গঠন করা হয়, যা বাংলাদেশের ক্রিকেট তারকাদের কল্যাণে কাজ করবে।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আকরাম খান এবং মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া অন্যান্য উপদেষ্টা সদস্যদের মধ্যে রয়েছেন নাফিজ ইকবাল খান, আফতাব আহাম্মেদ, নাজিম উদ্দীন, ফজলে আহসান খান, আবদুল আহাদ রিপন, ফজলে বারি খান, নুরুল আবেদীন নোবেল, শহিদুর রহমান, আজম ইকবাল, মাহাবুবুল করিম, রেজাউল রাজিব, মাসুম উল্লাহ, আরিফ আহম্মদ, রায়হান আরাফাত, রাহাদ হাসান ও মিরাজুল হক।

কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইরফান শুক্কুর, এবং সহ-সভাপতি হিসেবে আছেন আবুল হাসেম রাজা, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান, সাজ্জাদুল হক রিপন, ইমরুল করিম, মনিরুজ্জামান, সাদিকুর রহমান, রনি চৌধুরী, ইফরান হোসেন, সাব্বির হোসেন।