বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

টিউলিপ সিদ্দিকের কিংস ক্রস ফ্ল্যাট নিয়ে তদন্তের ফলাফল: জানতেন না উৎস

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৫, ২০২৫
১১:৩৬ পূর্বাহ্ণ

লন্ডনের কিংস ক্রস এলাকার ফ্ল্যাটটির মালিকানা নিয়ে সমালোচনার মধ্যে পড়া যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক জানিয়েছেন যে, তিনি ফ্ল্যাটটির উৎস সম্পর্কে অবগত ছিলেন না। ফ্ল্যাটটি তার বাবা-মা পূর্ববর্তী মালিক থেকে ক্রয় করে তাকে উপহার দিয়েছিলেন বলে তিনি ধারণা করতেন। তবে ২০২২ সালে দেওয়া সম্পদের বিবরণীতে ফ্ল্যাটটির মালিকানা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছিল, যা তার অজ্ঞতার কারণে হয়েছিল।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার টিউলিপ সিদ্দিকের ওপর তদন্ত শুরু করেন এবং মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসকে দায়িত্ব দেন। তার তদন্ত শেষে, ম্যাগনাস চিঠি পাঠিয়ে জানান যে, সিদ্দিকের কাছে ফ্ল্যাটের উৎস সম্পর্কে কোনও তথ্য ছিল না।

ফ্ল্যাটটি ২০০৪ সালে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন আবদুল মোতালিফ তাকে উপহার দেন। সেই সময় থেকেই ফ্ল্যাটটি সিদ্দিকের পরিবারের সদস্যদের ব্যবহারে ছিল এবং বর্তমানে তিনি তা ভাড়া দিয়েছেন, যা থেকে তার বছরে ৯০ হাজার পাউন্ড উপার্জিত হচ্ছে।

এছাড়া, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে মধ্যস্থতা করার অভিযোগও রয়েছে। তবে ম্যাগনাস জানান, ওই সময়ের ছবি এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ দেখানোর পরও, তিনি কোনও সরকারি ভূমিকায় ছিলেন না।