চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচের আগে বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলনের কথা ছিল বিপিএলে অংশ নেওয়া দুর্বার রাজশাহীর। তবে ক্রিকেটারদের সিদ্ধান্তে শেষ মুহূর্তে অনুশীলন বাতিল করা হয়, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। দলটির এক খেলোয়াড় জানিয়েছেন, এখনো কোনো ক্রিকেটার তাদের পারিশ্রমিক পাননি।
রাজশাহীর স্থানীয় এবং বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ সামনে আসে আজ সকালে। এক ক্রিকেটার জানান, অর্থপ্রাপ্তির অনিশ্চয়তার কারণে তারা অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তবে, ফ্র্যাঞ্চাইজিটির অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, অনুশীলন বাতিলের কারণ ছিল খেলোয়াড়দের বিশ্রামের চাওয়া, এবং এটি পারিশ্রমিকের কোনো ইস্যুর সঙ্গে সম্পর্কিত নয়।
জায়েদ বলেন, “ক্রিকেটারদের বিশ্রাম প্রয়োজন ছিল বলে আমরা তাদের অনুশীলন থেকে বিরত রেখেছি। পারিশ্রমিক নিয়ে যে জটিলতা আছে, তা সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল বিকেল নাগাদ সব ক্রিকেটারের পাওনা পরিশোধ করা হবে।”
চেক বাউন্সের ঘটনা নিয়েও জায়েদ ব্যাখ্যা দেন। তিনি জানান, “সিলেট পর্বে খেলোয়াড়দের ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেওয়া হয়েছিল। তবে মালিকপক্ষের এক সদস্যের দুর্ঘটনার কারণে ব্যাংক লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখতে বলা হয়। কিছু খেলোয়াড় বিষয়টি জানলেও কেউ কেউ চেক জমা দিয়ে ফেলেন। এ সমস্যার সমাধান শিগগিরই হবে।”
রাজশাহীর ব্যবস্থাপনা দল দাবি করছে, বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফদের নির্দিষ্ট অংশ ইতোমধ্যেই দেওয়া হয়েছে। তবে পারিশ্রমিক ইস্যু এবং অনুশীলন বাতিল নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দলটির অভ্যন্তরীণ অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। অনিশ্চয়তা কাটিয়ে দলটি শিগগির মাঠে নামবে বলে আশা করা হচ্ছে।