আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। দলের তারকা পেসার এনরিখ নরকিয়া পিঠের চোটের কারণে এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। এটি দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের জন্য বড় আঘাত।
নরকিয়া সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে ফিরতে প্রস্তুত ছিলেন তিনি। কিন্তু চলমান এসএ-২০ টুর্নামেন্টে অনুশীলনের সময় তার পায়ের আঙুল ভেঙে যায়, যা তাকে টুর্নামেন্টের বাইরে থাকতে বাধ্য করেছে। এই চোটের ফলে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়েও তার খেলা শেষ হয়ে গেছে।
প্রোটিয়াদের সাদা বলের কোচ রব ওয়াল্টার নরকিয়ার চোট নিশ্চিত হওয়ার আগে বলেছিলেন, “সে অত্যন্ত পেশাদার এবং তার প্রস্তুতি ছিল চমৎকার। আমরা বিশ্বাস করেছিলাম যে সে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত।” তবে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার সেরে ওঠার সম্ভাবনা নেই।
দক্ষিণ আফ্রিকা এখনো নরকিয়ার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি। স্কোয়াডে জায়গা পাওয়া তরুণ পেসার জেরাল্ড কোয়েটজে চোটের কারণে আগে বাদ পড়েছিলেন। তবে বর্তমানে তিনি চোট কাটিয়ে এসএ-২০ টুর্নামেন্টে জোবার্গ সুপার কিংসের হয়ে খেলছেন। ধারণা করা হচ্ছে, তিনিই নরকিয়ার জায়গায় দলে যোগ দেবেন।
সাম্প্রতিক বছরগুলো দক্ষিণ আফ্রিকার পেসারদের জন্য বেশ কঠিন ছিল। চোটের কারণে লুঙ্গি এনগিডি, উইয়ান মুল্ডার, এবং নান্দ্রে বার্গারের মতো ক্রিকেটারদের খেলায় ছেদ পড়েছে। হাঁটুর চোটে ভুগতে থাকা লিজাড উইলিয়ামস পুরো মৌসুমের জন্য বাইরে রয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শুরু হবে। তবে নরকিয়ার অনুপস্থিতি দলে গভীর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।