দেড় বছরের ভয়াবহ সংঘাতের পর গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে, যার কৃতিত্ব দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উত্তেজনাপূর্ণ এই চুক্তির ফলস্বরূপ, ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। বাইডেন এক ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মধ্যস্থতাকারীদের কূটনৈতিক প্রচেষ্টার ফলেই চুক্তিটি সম্ভব হয়েছে। তিনি জানান, এই যুদ্ধবিরতির তিনটি পর্যায় রয়েছে, যার প্রথমে গাজা থেকে সেনাদের প্রত্যাহার করা হবে এবং ১ হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে হামাস তাদের হাতে আটক কিছু জিম্মিকে মুক্তি দেবে।
দ্বিতীয় পর্যায়ে, হামাস সব বন্দিকে মুক্তি দিতে সম্মত হবে এবং গাজার বাসিন্দাদের জন্য স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। তৃতীয় পর্যায়ে গাজার ধ্বংসস্তূপের মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পও এই চুক্তির কৃতিত্ব দাবি করেছেন এবং নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, মধ্যপ্রাচ্যে যারা জিম্মি অবস্থায় আছেন, তাদের মুক্ত করতে এই চুক্তি হয়েছে। তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলার পর থেকেই তিনি শঙ্কিত ছিলেন, কারণ জিম্মিদের মধ্যে মার্কিন নাগরিকও ছিলেন।
গত বছরের ৭ অক্টোবর, হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায়, এতে ১ হাজার ২০০ জন নিহত এবং ২৪২ জন জিম্মি হন। ইসরায়েলি বাহিনীর অভিযানে ৪৬ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং দেড় লাখের বেশি আহত হন।