জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা হালনাগাদ ও বাড়ি বাড়ি গিয়ে যাচাইকরণ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বুধবার খুলনায় এক মতবিনিময় সভায় এ তথ্য জানান। তিনি জানান, ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে এবং আগামী জুন মাসে এই কার্যক্রম শেষ হবে।
তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তবে রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী নির্বাচনের তারিখ নির্ধারণ হবে। নির্বাচন কমিশনার আরও জানান, ভুয়া ভোটার তালিকা ও অন্যান্য সন্দেহ দূর করতে বাড়ি বাড়ি গিয়ে যাচাইকরণ করা হবে। ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় যদি কোনো অসঙ্গতি থাকে, সেগুলো সংশোধন করা হবে।
মতবিনিময় সভায় ইসি কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার বলেন, ভোটার হওয়ার যোগ্য সবাই যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে, সেজন্য সঠিকভাবে কাজ করতে হবে এবং বিশেষ করে নারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।