বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশে দ্রুত নির্বাচনের পক্ষে ভারত ও যুক্তরাষ্ট্রের আহ্বান

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৫
১০:১৭ পূর্বাহ্ণ

 

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়েছেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি। তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউওআইএনকে দেওয়া এক সাক্ষাৎকারে গারসেত্তি বলেন, “ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়ই চায় যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচন দেখতে। এ উদ্যোগ দেশটিতে শান্তিপূর্ণ পরিবর্তন এবং উন্নয়ন ত্বরান্বিত করবে।” বাংলাদেশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের এ ধরনের মন্তব্য এই প্রথম।

গারসেত্তি আরও বলেন, “ভারত ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়ার ব্যাপারে একমত। এই দুই দেশ বর্তমানে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারেও আমরা স্পষ্ট। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো জায়গায় সংখ্যালঘুদের নির্যাতন মেনে নেওয়া হবে না।”

সাক্ষাৎকারের শেষ দিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে গারসেত্তি শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়া এবং দেশটিতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। জামায়াতের উত্থান এবং চীনের প্রভাব বাড়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেন শেখ হাসিনা। তবে, বিতর্কিত নির্বাচনের কারণে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে আছেন ড. মুহাম্মদ ইউনূস, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে।

দেশটির অতীত বিতর্কিত নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ আহ্বান দেশটির ভবিষ্যতের গণতান্ত্রিক স্থিতিশীলতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।