পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার আনুষ্ঠানিক বৈঠকে বসেছে ইমরান খানের দল পিটিআইয়ের সঙ্গে। জমি দুর্নীতির মামলায় রায় ঘোষণার আগে এই আলোচনা নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, আল-কাদির ট্রাস্ট নামে একটি সংস্থা প্রতিষ্ঠার আড়ালে একটি আবাসন কোম্পানির কাছ থেকে সুবিধা নিয়ে জমি গ্রহণ করেছিলেন তিনি। যদিও পিটিআই জানিয়েছে, এই জমি তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেননি; সেখানে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা ছিল। মামলার রায় ঘোষিত হবে আগামীকাল, ১৭ জানুয়ারি।
পিটিআইয়ের চেয়ারম্যান ওমর আইয়ুব জানিয়েছেন, সরকারের সঙ্গে বৈঠকে তারা তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন। তিনি বলেন, “আমরা সরকারের কাছ থেকে ইমরান খানের সঙ্গে একান্ত আলোচনার অনুমতি পেয়েছি।”
পিটিআইয়ের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের আগস্টে ইমরান খানের গ্রেপ্তার এবং তার সমর্থকদের সেনাবাহিনীর স্থাপনায় হামলার বিষয়ে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন।
সরকারি পক্ষের প্রধান আলোচক ইরান সিদ্দিকি জানিয়েছেন, পিটিআইয়ের দাবিগুলো যাচাই করে সাত কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার আয়াজ সাদিক নিশ্চিত করেছেন যে, দাবিগুলো সরকারের নীতিমালা অনুযায়ী বিবেচনা করা হবে।
এই বৈঠক এবং আলোচনার অগ্রগতি পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।