বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষে মার্কিন সমর্থনের প্রত্যাশা জেলেনস্কির

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৫
১০:২১ পূর্বাহ্ণ

আগামী ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্ণ হবে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, ট্রাম্প প্রশাসনের সময়েও যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে ওয়ারশে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের অভিষেকের অপেক্ষায় আছি। বিশ্ব স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত কৌশলগত।” তিনি যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সবচেয়ে বড় দাতা হিসেবে উল্লেখ করেন এবং “শক্তির মাধ্যমে শান্তি” নীতির ভিত্তিতে সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

জেলেনস্কি জানান, নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য তার প্রশাসন ইতোমধ্যেই ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেন, “আমরা এই যুদ্ধ শেষ করতে চাই, তবে সেটি হতে হবে যথার্থ শান্তির শর্তে। ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন রোধে শক্ত ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চয়তা আমাদের শান্তি আলোচনার প্রধান লক্ষ্য।”

তবে ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বারবার বলেছেন, ২০ জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগেই যুদ্ধ শেষ করতে চান। তার সহযোগীরাও জানিয়েছেন, ট্রাম্পের প্রশাসনের প্রথম ১০০ দিনের মধ্যে—এপ্রিলের শেষ নাগাদ—যুদ্ধ বন্ধ করার একটি নির্ধারিত সময়সীমা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী পদে ট্রাম্পের মনোনীত মার্কো রুবিও বলেছেন, “সংঘাত বন্ধ হলেও ইউক্রেনকে নিজের প্রতিরক্ষার সক্ষমতা অর্জন করতে হবে। এটি ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জেলেনস্কি এবং ইউক্রেনের সরকার ট্রাম্প প্রশাসনের সময়ে মার্কিন সমর্থন বজায় থাকবে বলে আশাবাদী, যদিও ট্রাম্পের বক্তব্যে বিষয়টি নিয়ে কিছুটা অনিশ্চয়তার আভাস পাওয়া যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতি সমাধানে আসন্ন আলোচনা ও সিদ্ধান্ত বিশ্ব শান্তির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।