বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

হারের ধারা অব্যাহত সিলেট স্ট্রাইকার্সের, তবে প্লে-অফে আশা রাখছেন শিনওয়ারি

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
৯:৪০ পূর্বাহ্ণ

সিলেট স্ট্রাইকার্সের জয়খরা কাটছে না। সোমবার ঢাকা ক্যাপিটালসের কাছে ৬ রানে হেরে আরিফুল হকের দল আরও চাপে পড়েছে। তবে বিদেশি ক্রিকেটার সামিউল্লাহ শিনওয়ারি এখনো প্লে-অফের স্বপ্ন দেখছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, বাকি চার ম্যাচ জিতলে তারা এখনও পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ দেখতে পাচ্ছেন।

আফগান ক্রিকেটার শিনওয়ারি বলেন, “আমাদের এখনো চারটি ম্যাচ বাকি। যদি ভালো ব্যবধানে জিততে পারি এবং বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয়ে উন্নতি করতে পারি, তাহলে যেকোনো কিছুই সম্ভব। অনেক দল এখনো পয়েন্ট টেবিলে সংগ্রাম করছে। ১২ পয়েন্ট পর্যন্ত উঠতে পারলে প্লে-অফের সম্ভাবনা জাগতে পারে। ইনশাল্লাহ, আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

শিনওয়ারি দলের ক্রিকেটার জাকের আলীর প্রশংসা করেন, যিনি চাপের মধ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বলেন, “জাকের একজন দুর্দান্ত ক্রিকেটার এবং জানে চাপের মুহূর্তে কীভাবে পারফর্ম করতে হয়। তিনি বড় ম্যাচের খেলোয়াড় এবং দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখছেন। আশা করি, তিনি বাংলাদেশের হয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ভালো করবেন।”

৬ রানে হার প্রসঙ্গে শিনওয়ারি বলেন, “আমরা খুব কাছাকাছি ছিলাম, তবে ১৫-২০ রান অতিরিক্ত দিয়ে ফেলেছি। সেখানেই পার্থক্যটা হয়েছে। আমাদের বোলিং এবং ফিল্ডিং ভালো ছিল, ব্যাটিংয়েও যথাসাধ্য চেষ্টা করেছি। যদিও ম্যাচটা জিততে পারিনি, তবে বাকি চার ম্যাচে ভালো করার আশা রাখছি।”

সিলেট স্ট্রাইকার্সের প্লে-অফে জায়গা করে নেওয়ার স্বপ্ন এখনও বেঁচে আছে, তবে এর জন্য প্রত্যেকটি ম্যাচে জয় নিশ্চিত করা অপরিহার্য।