চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের নিয়মিত সদস্য তানজিম হাসান সাকিব ঘাড়ের চোটে ভুগছেন। আজ সোমবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সিলেটের একাদশে দেখা যায়নি তাকে। পেস বোলিং কোচ ডলার মাহমুদ জানিয়েছেন, বোলিং অনুশীলনের সময় ব্যথা বাড়ায় ম্যাচ খেলা সম্ভব হয়নি সাকিবের।
আজকের ম্যাচের আগে থেকেই কিছুটা ব্যথা অনুভব করছিলেন তানজিম সাকিব। অনুশীলনে চোট গুরুতর হওয়ায় তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেসার সুমন খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পুরোপুরি ফিট হতে তানজিমের অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে।
এদিকে, সিলেট স্ট্রাইকার্সের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফলে চলমান বিপিএলের বাকি ম্যাচগুলোতে তানজিমের ফেরার সম্ভাবনা কার্যত নেই।
গ্রুপ পর্বে সিলেটের এখনো চারটি ম্যাচ বাকি। তারা যথাক্রমে ২৩, ২৬, ২৭, এবং ৩০ জানুয়ারিতে মাঠে নামবে। তবে এই ম্যাচগুলোতেও সাকিবকে না পাওয়ার সম্ভাবনা থাকায় দলটি শক্তি হারিয়েছে। সিলেট স্ট্রাইকার্সের জন্য এটি আরও একটি ধাক্কা, যারা এখন পর্যন্ত মাত্র ২টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।