বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সংস্কার কমিশনগুলোর সুপারিশমালা সমন্বয়ে কাজ শুরু

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
১০:২০ পূর্বাহ্ণ

সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত সুপারিশমালা সমন্বয়ে কাজ শুরু করেছেন কমিশনগুলোর প্রধানরা। এর মাধ্যমে যেসব বিষয়ে একাধিক কমিশনের সুপারিশ রয়েছে, সেগুলোর মধ্যে কোনো ভিন্নমত থাকলে তা চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশনগুলোর প্রধানরা মতবিনিময় করেন। সেখানে প্রস্তাবিত সুপারিশমালার পর্যালোচনা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানের পক্ষে বিচারপতি এমদাদুল হক মতবিনিময়ে অংশ নেন।

কমিশন প্রধানরা তাদের নিজ নিজ কমিশনের দেওয়া সুপারিশসমূহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ভিন্নমত থাকলে তা চিহ্নিত করার বিষয়ে সিদ্ধান্ত নেন। তারা আশু ও দীর্ঘ মেয়াদে সংস্কারের প্রয়োজনীয় বিষয়গুলো সুনির্দিষ্ট করার ওপর গুরুত্ব দেন।