বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

জুলাই বিপ্লবে নিহত ও আহত ৩০ জনকে আর্থিক সহায়তা প্রদান

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
১০:২৩ পূর্বাহ্ণ

জুলাই বিপ্লবে নিহত ও আহত ৩০ জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আর্থিক সহায়তা তহবিল থেকে এ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই ও আগস্টে নিহত সাত পরিবার ও আহত ২৩ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান নিহত ও আহত পরিবারের হাতে চেক তুলে দেন। নিহত সাত পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা এবং আহত ২৩ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “বাংলাদেশ রাষ্ট্রের যে অভ্যুদয় হয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের হাত ধরে, সেই রাষ্ট্রের ৫৩ বছরের ইতিহাসে ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে যে আত্মত্যাগ দেখিয়েছে, আমরা তাদের গভীরভাবে স্মরণ করি। বঞ্চনাহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ প্রজন্ম যেভাবে জেগে উঠেছে, তাদের স্বপ্নে আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।”

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতি প্রাপ্ত) লুৎফুল কবীর চন্দন, সিভিল সার্জন মো. মাসুদ রানা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবীর, সহকারী কমিশনার রাসেল মুন্সীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।