বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন: শুধু বাহ্যিক পরিবর্তন নাকি মৌলিক সংস্কারের দাবি?

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
১০:২৭ পূর্বাহ্ণ

পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের মাধ্যমে বাহিনীর আচরণ পরিবর্তন হবে কি না, তা নিয়ে নানা বিতর্ক উঠেছে। সম্প্রতি পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্তের পর বিশেষজ্ঞরা বলেছেন, শুধুমাত্র পোশাক পরিবর্তন হলে বাহিনীর স্বভাব বা আচরণে কোনো প্রভাব পড়বে না। পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করতে গিয়ে সরকারের উদ্দেশ্য পরিবর্তন আনতে চাইলেও প্রশ্ন উঠেছে, এই বাহিনীর মানসিকতা ও আচরণে আসল পরিবর্তন আনতে কি পোশাকই যথেষ্ট?

বিশিষ্টজনরা মত দিয়েছেন, পোশাক পরিবর্তনের পাশাপাশি বাহিনীর সদস্যদের মনোভাব, চরিত্র ও মানসিকতাতেও পরিবর্তন আনতে হবে। বিএফইউজে-এর সাবেক সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, পোশাক পরিবর্তন হলেই বাহিনীর আচরণ বদলে যাবে, এমন ধারণা ভুল। আসল পরিবর্তনটা হচ্ছে বাহিনীর মূল্যবোধ, নৈতিকতা ও পেশাদারিত্বের ক্ষেত্রে। তিনি জানান, শুধু বাহিনীর পোশাক পরিবর্তন করলে কোনো গুণগত পরিবর্তন হবে না।

পুলিশ, র‌্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন। তবে তিনি এটাও বলেছেন, মনোভাব পরিবর্তন ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর কার্যক্রমে প্রভাব ফেলা সম্ভব। এমনকি কিছুটা অর্থের অপচয় হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন। বিশেষ করে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, স্বভাব ও চরিত্র পরিবর্তন না হলে পোশাক পরিবর্তন এক ধরনের আইওয়াশ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদাও একই রকম মত দিয়েছেন, যে কোনো বাহিনীর পোশাক পরিবর্তন তার কার্যকলাপে পরিবর্তন আনবে না যদি না তারা যথাযথ প্রশিক্ষণ ও মনোভাবের পরিবর্তন ঘটায়।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্যও উঠে এসেছে, যেখানে মানুষের প্রত্যাশা, পোশাক পরিবর্তন হলেও যদি পুলিশ বাহিনীর আচরণ না বদলায়, তবে তা সরকারের পক্ষ থেকে বাজে প্রচেষ্টা মনে হবে।