সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মালয়েশিয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৩, ২০২৫
২:১৭ অপরাহ্ণ

মালয়েশিয়ায় টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (২১ জানুয়ারি) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সংবর্ধনার আয়োজন করা হয়, যেখানে ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান এবং তার সহধর্মিণী প‍্যান্ডোরা চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশ দলের ১৮ জন ক্রিকেটারের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন, কোচিং স্টাফের সদস্যবৃন্দ এবং মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সৈয়দ আজিজ। এছাড়া হাইকমিশনের কর্মকর্তাদের সহধর্মিণীরাও এ আয়োজনে অংশ নেন।

তরুণ ক্রিকেটারদের উদ্দেশে বক্তব্যে হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, “ক্রিকেট কেবল খেলা নয়, এটি বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধিতে এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি তরুণ সমাজের ভূমিকা উল্লেখ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “মেয়েদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে আরও পরিচিত করতে সহায়ক ভূমিকা রাখবে।” মালয়েশিয়ায় নারী ক্রিকেট দলের উপস্থিতি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ক্রিকেট দলের ক্যাপ্টেন সুমাইয়া ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অনুভূতি প্রকাশ করেন। নারী ক্রিকেটারদের সম্মানে এমন আয়োজনের জন্য তারা বাংলাদেশ হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধনা শেষে বিশ্বকাপ টুর্নামেন্টে বাংলাদেশের সফলতা কামনা করে অনুষ্ঠানটি শেষ হয়।