একেবারে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েও ফরচুন বরিশালকে হারাতে ব্যর্থ হয়েছে খুলনা টাইগার্স। তামিম ইকবালের দলকে হারিয়ে প্লে-অফে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল খুলনা। তবে ১৬৮ রানের সহজ লক্ষ্য সামনে রেখেও ধীরগতির ব্যাটিংয়ের কারণে খুলনা ৭ রানে ম্যাচ হেরে যায়। শুরুর ধীর ব্যাটিং এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল সিদ্ধান্ত তাদের এই পরাজয়ের কারণ।
ম্যাচ শেষে খুলনার ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুক বলেন, “শুরু থেকেই যারা খেলেছে তারা জানিয়েছে যে উইকেটটি একটু স্লো। আমাদের পরিকল্পনা ছিল যত গভীরে যাওয়া যায় এবং শেষ ওভারে সুযোগ নেওয়া যায়। হয়তো মাঝের ওভারে সিঙ্গেল রোটেট করলে আরও কাছাকাছি পৌঁছানো যেত। তবে আমরা এখানে ভুল করেছি।”
তিনি আরও বলেন, “আমাদের লেফটি-রাইটি কম্বিনেশন ভালো ছিল। অ্যালেক্স রসের সময় বাঁহাতি কেউ বল করেনি। মোহাম্মদ নবির বলকে রস আক্রমণ করতে চেয়েছিল। তবে স্লো উইকেটের কারণে ব্যাটে বল আসতে দেরি হচ্ছিল। নাঈমও চেষ্টা করেছে, তবে সফল হয়নি। এটি খেলারই অংশ। তারা সর্বোচ্চ চেষ্টাই করেছে।”
খুলনার জন্য এই ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কনের রান আউট ছিল একটি বড় ধাক্কা। ব্যাটিং কোচ ফারুক এ বিষয়ে বলেন, “অঙ্কন আমাদের দলের এক্স-ফ্যাক্টর। তার রান আউট আমাদের জন্য অত্যন্ত দামী হয়ে গেছে। নতুন কোনো ব্যাটসম্যানের জন্য এমন ট্রিকি উইকেটে খেলা কঠিন। অঙ্কন যেহেতু রানে ছিল, হয়তো সে আরও ভালোভাবে এডজাস্ট করতে পারত। স্পিন-পেস দুটোই সে ভালো খেলছিল। তার রান আউট আমাদের বড় ক্ষতি করেছে।”
এছাড়া মিরাজ ও নাঈমের ধীরগতির ব্যাটিং নিয়ে ফারুক বলেন, “শুরুর উইকেট একটু ট্রিকি ছিল, বল থেমে আসছিল। আমাদের পরিকল্পনা ছিল উইকেট না হারিয়ে যত গভীরে যাওয়া যায়। পেস বল তুলনামূলক সহজে ব্যাটে আসছিল। সেই পরিকল্পনাতেই এগোনোর চেষ্টা করেছিলাম।”
তবে শেষ পর্যন্ত, পরিকল্পনার ঘাটতি এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং ব্যর্থতার কারণে খুলনা টাইগার্সকে এই ম্যাচে হারতে হয়েছে।