খুলনা টাইগার্সের বিপক্ষে রোমাঞ্চকর ৭ রানের জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করেছে ফরচুন বরিশাল। এই জয়ের মাধ্যমে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা অনেকটাই নিশ্চিত করেছে প্লে-অফ পর্ব। তবে ম্যাচের পুরোটা সময় খেলার লাগাম নিজেদের হাতে রাখতে পারেনি বরিশাল।
ম্যাচের শুরুতে খানিকটা চাপে পড়ে ফরচুন বরিশাল। তবে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর শেষ দিকে ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ ১৬৭ রানে নিয়ে যান তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন। তার এমন ঝকঝকে পারফরম্যান্সেই ম্যাচের মোড় ঘুরে যায়।
ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে রিশাদ প্রশংসা করেন মাহমুদউল্লাহর। তিনি বলেন, ‘নিজের প্রতি ধৈর্য্য ও বিশ্বাস রেখেছিলাম। নিজের শক্তিমত্তার বাইরে যাইনি। রিয়াদ ভাই অনেক সহায়তা করেছেন। তিনি বলছিলেন, নিজের শক্তিতে থাকতে, ভালো বল সম্মান দেখাতে এবং বাজে বলগুলো আক্রমণ করতে।’
ম্যাচের এমন পারফরম্যান্স নিয়ে রিশাদ জানান, কোনো নির্দিষ্ট পরিকল্পনা করে মাঠে নামেননি। তিনি বলেন, ‘রিয়াদ ভাই পাশে ছিলেন। তিনি শুধু বলেছিলেন, কখন কী করতে হবে। আগের থেকে কিছু পরিকল্পনা করার প্রয়োজন ছিল না।’
বল হাতেও অবদান রেখেছেন রিশাদ। গুরুত্বপূর্ণ মুহূর্তে অ্যালেক্স রসের উইকেট তুলে নেওয়ার পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউট করেন মাহিদুল ইসলাম অঙ্কনকে। নিজের ফিল্ডিং নিয়ে রিশাদ বলেন, ‘সীমানায় ফিল্ডিং করলে এমন সুযোগ আসে। দৌড়ে বল ধরে থ্রো করতে পারায় সফল হয়েছি। ফিল্ডিং অনুশীলনে আক্রমণাত্মক থাকার চেষ্টা করি, বিশেষত স্লগ ওভারে।’
চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে এমন পারফরম্যান্স বরিশালের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়েছে। প্লে-অফে জায়গা নিশ্চিত করতে তারা এখন পুরোপুরি প্রস্তুত।