সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরিজে সমতা ফেরাতে ইংল্যান্ডের নতুন পরিকল্পনা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৫
৪:৫২ অপরাহ্ণ

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের পর সিরিজে সমতা ফেরাতে আজ দ্বিতীয় ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এনে আজকের ম্যাচের জন্য তারা নতুন পরিকল্পনা সাজিয়েছে।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই প্রতীক্ষিত ম্যাচ। প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে ইংল্যান্ড একাদশ থেকে বাদ পড়েছেন পেসার গাস অ্যাটকিনসন। তার পরিবর্তে দলে যুক্ত হয়েছেন আরেক পেসার ব্রাইডন কার্স। ফলে ইংল্যান্ডের পেস আক্রমণে কোনো মৌলিক পরিবর্তন আসেনি।

প্রথম ম্যাচে অ্যাটকিনসন ২ ওভার বল করে খরচ করেছিলেন ৩৮ রান। এমন খরুচে বোলিংয়ের পর কোচ ব্রেন্ডন ম্যাকালাম তার ওপর আস্থা হারিয়েছেন। তাই দ্বিতীয় ম্যাচে অ্যাটকিনসনের জায়গায় ব্রাইডন কার্সকে সুযোগ দেওয়া হয়েছে।

আজকের ম্যাচে ইংল্যান্ডের একাদশ:
বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ এবং মার্ক উড।