ফ্রেশ নিউজ :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সাগর হাসান (২৫)। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কল্যান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর উপজেলার কল্যান্দী শেখ বাড়ি এলাকার কবির হাসানের ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, গোপনে খবর পেয়ে সাগর হাসানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হবে। কোন মামলায় গ্রেপ্তার তাৎক্ষনিকভাবে পুলিশ জানাতে পারেনি।