ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস দ্বিতীয় দফায় ইসরায়েলের চার নারী সেনাকে মুক্তি দিয়েছে, যাদের বন্দি করা হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর।
এ ব্যাপারে আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে গাজার নির্ধারিত স্থানে পৌঁছানো ওই চার সেনাকে ইসরায়েলি বাহিনী গ্রহণ করে এবং তাদের মুক্তির বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা করেছে ইসরায়েল।
গাজার অনুষ্ঠানে মুক্তিপ্রাপ্ত সেনাদের হাস্যোজ্জ্বল অবস্থায় দেখানো হয় এবং তারা রেডক্রসের কাছে হস্তান্তরিত হয়। এরপর এই জিম্মিরা ইসরায়েল পৌঁছান।
হামাস জানায়, মুক্তি পাওয়া সেনারা হলেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। ৭ অক্টোবর হামাস যোদ্ধারা গাজা সীমান্তে ইসরায়েলি সামরিক ঘাঁটি ধ্বংস করে ওই চার সেনাকে বন্দি করে।
এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। পাল্টা অভিযানে গাজায় ৪৭,৩০০ ফিলিস্তিনি নিহত হয় এবং ১১,০০০ জন নিখোঁজ রয়েছে।
গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, যার আওতায় প্রথম দফায় ৩ নারী সেনাকে মুক্তি দেওয়া হয়েছিল এবং ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়।