সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ব্রাজিলকে ৬-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার ইতিহাস সৃষ্টি, ব্রাজিলের জন্য বড় লজ্জা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৫
৫:২১ অপরাহ্ণ

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা রীতিমতো রেকর্ড গড়েছে, ব্রাজিলকে ৬-০ ব্যবধানে হারিয়ে। এই বিজয় ব্রাজিলের জন্য বড় একটি লজ্জা, কারণ এর আগে এমন বড় ব্যবধানে কখনোই তারা হারে নি।

আর্জেন্টিনার কাছে এই বিপর্যয়ের ফলে এটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে ব্রাজিলের হার। এর আগে, ২০১৩ সালে বলিভিয়ার বিপক্ষে ৬ গোল হজম করেছিল কলম্বিয়া, তবে কোন দলই এত বড় ব্যবধানে হারেনি।

এই জয়ে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ব্রাজিলের বিপক্ষে তাদের সবচেয়ে বড় জয়ও হয়ে দাঁড়ায়, এর আগে ১৯৪০ সালে রোকা কাপে আর্জেন্টিনা ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল।

স্পেনের ভ্যালেন্সিয়ায় মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনা ম্যাচ শুরুতেই ১১ মিনিটের মধ্যে তিনটি গোল করে ফেলে। ম্যাচের দ্বিতীয়ার্ধে তারা আরও তিন গোল করে, শেষ পর্যন্ত ৬-০ ব্যবধানে ব্রাজিলকে পরাজিত করে।

ম্যাচ শেষে আর্জেন্টিনার ফরোয়ার্ড এচেভেরি বলেন, “ব্রাজিলের বিপক্ষে খেলা সবসময়ই আলাদা প্রেরণা জোগায়। আমরা নিজেদের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি এবং থামব না, আরও উন্নতি করব।”

এই শিরোপা জয়ী দলটি আগামী সেপ্টেম্বরে চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করবে, যেখানে দক্ষিণ আমেরিকার শীর্ষ চার দল সুযোগ পাবে।