নিয়ম অনুযায়ী, বিপিএলে দুজন বিদেশি ক্রিকেটার একাদশে থাকা বাধ্যতামূলক হলেও পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি ক্রিকেটাররা মাঠে আসেননি। ফলে, রংপুর রাইডার্সের বিপক্ষে একাদশে শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী।
রোববার (২৬ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙ্ক্ষিত।’ তিনি আরও জানান, বিসিবি বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং দ্রুত সমাধান বের করার চেষ্টা করবে। মিঠু বলেন, ‘আজকের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে, কী ধরণের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। তবে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।’
মিঠু আরও বলেন, ‘বিপিএলের মর্যাদা রক্ষা আমাদের প্রধান দায়িত্ব। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, এটি অস্বীকার করার কিছু নেই। আমরা দল নিয়ে কোনো ছাড় দিতে পারি না, বিপিএলকে কোনোভাবেই ক্ষুন্ন হতে দিতে পারি না।’
এদিকে, তিনি জানান, ‘বিদেশি ক্রিকেটাররা তাদের বিশ্বাস ভঙ্গ করেছে। এখন আমাদের ব্যবস্থা নিতে হবে। বিপিএল ক্রিকেট বোর্ডের সম্পত্তি, যা রক্ষা করতে বিসিবি যথাযথ ব্যবস্থা নেবে।’