বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ভারতের বিপক্ষে সুপার সিক্সের ম্যাচে হেরে বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছানোর স্বপ্ন শেষ করে দিয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বেইউমাস ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৬৪ রান তুলতে সক্ষম হয় তারা, যা ভারতের বিপক্ষে জয় পেতে যথেষ্ট ছিল না।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৪ রান করে। প্রথম পাঁচ ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ষষ্ঠ উইকেট জুটিতে ৩১ রান যোগ করলেও জান্নাতুল মাওয়া এলবিডব্লিউ হয়ে ফিরে যাওয়ার পর সেটি ভেঙে যায়। অধিনায়ক সুমাইয়া আক্তার ২১ রান করেন ২৯ বল খেলে।
এটি একটি সহজ লক্ষ্য ছিল ভারতের জন্য। মাত্র ৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত জয় তুলে নেয়। ওপেনার গঙ্গাদি তৃশা ৩১ বলে ৪০ রান করেন, যা ভারতের জয়ের পক্ষে কার্যকরী ভূমিকা রাখে।
এ জয়ে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়, আর বাংলাদেশের বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়। ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে নামবে বাংলাদেশ।