আজ সিলেটকে হারিয়ে এবারের বিপিএলে প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।
মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে সিলেট প্রথমে ব্যাট করে ১৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। এরপর ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে সহজ জয় পায় বরিশাল। তাদের দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫২ রান করেন তামিম ইকবাল।
বরিশালের শুরুটা ভালো হয়নি। তাওহিদ হৃদয় ৭ বলে ৬ রান এবং ডেভিড মালান ৮ বলে ৯ রান করে ফিরে যান। তবে ৩৯ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ৮১ রান যোগ করেন মুশফিকুর রহিম ও তামিম। তাদের অপরাজিত জুটির পরিপ্রেক্ষিতে বরিশাল সহজ জয় পায়। মুশফিক করেন অপরাজিত ৪২ রান।
অন্যদিকে, সিলেটের ইনিংস শুরু থেকেই ভুগেছে। প্রথম পাঁচ ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। আহসান ভাট্টি এক প্রান্ত আগলে ব্যাটিং করার চেষ্টা করলেও তাকে সঙ্গ দিতে পারেননি অন্য কেউ। ২৯ বল খেলে ২৮ রান করেন ভাট্টি।
এ জয়ে ১৪ পয়েন্টে পৌঁছে প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। এর আগে প্রথম দল হিসেবে রংপুর রাইডার্স প্লে অফে পৌঁছেছে। সিলেট কাগজে-কলমে এখনো টিকে থাকলেও তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে।