মালয়েশিয়ার পেরাকের বান্দার মেরু রায়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত শ্রমিকের পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের (জেবিপিএম) অপারেশন শাখার সহকারী পরিচালক সাবারোজি নোর আহমদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে মেরু রায়া ফায়ার স্টেশন থেকে সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর শ্রমিকটি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। সহকর্মীরা তাকে একটি ফাঁকা স্থানে নিয়ে গিয়ে সাহায্যের চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত অপারেশন দলের প্রধান তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) প্রদান করেন।
তবে সব প্রচেষ্টা সত্ত্বেও শ্রমিকটি ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ পরবর্তী প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সাবারোজি নোর আহমদ।